Skip to main content

চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে উৎসুক নেতাকর্মীদের ভিড়

শাহানুজ্জামান টিটু : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দফায় দফায় চলছে বৈঠক। স্থায়ী কমিটির বৈঠক শেষে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক চলছে। এরপর রাত সাড়ে আটটায় বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফন্টের নেতৃবৃন্দ । এদিকে যখন বৈঠক চলছে তখন কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের এবং উৎসুক জনতার ভিড়। দেখা গেছে গুলশান কার্যালয়ের সামনে ইতিমধ্যেই স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে গেছে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও লেফটেনেন্ট জেনারেল মাহবুব হোসেন।

অন্যান্য সংবাদ