Skip to main content

২০ দলীয় জোটের অধিকাংশই নির্বাচনে যাওয়ার পক্ষে

শাহানুজ্জামান টিটু : ২০ দলীয় জোটের অধিকাংশ শরীক নির্বাচনে যাওয়ার পক্ষে বলে জানা গেছে। ২০ দলীয় জোটের ২৩ টি দলের মধ্যে জোটের অন্যতম শরিক জামাতে ইসলাম একদিন সময় নিয়েছে । অন্য তিনটি দল নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিলেও বাকি ১৮ টি দল তারা নির্বাচনের পক্ষেই মত দিয়েছে। তবে এ বিষয়ে বিএনপি কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন জোটের শরিক এক শীর্ষ নেতা। জোটের শীর্ষ নেতা জানান,  আগামীকাল বিএনপির নির্বাচন কমিশনে একটি চিঠি দেবে। জোটভুক্ত ভাবে যে সমস্ত দোয়া নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তালিকা পাঠানো হবে এই চিঠিতে। এদিকে সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ জানান খালেদা জিয়ার মুক্তি, সমান সুযোগ এখনো সৃষ্টি হয়নি নির্বাচন ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমেদ জানান, নির্বাচন ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । তিনি জানান, দু'দিনের মধ্যে ঐক্য পণ্ঠের সঙ্গে আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ২০ দলীয় জোট। তিনি বলেন এখনো পর্যন্ত ২০ দলীয় জোটের অনেক নেতা-কর্মী গত দুই দিনে গ্রেপ্তার হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি। সরকার বলেছে যে নির্বাচনের সময় সমান সুযোগ সৃষ্টি হবে কিন্তু আমরা মনে করি কাগজ কলম ও পত্রপত্রিকার মধ্যেই সরকারের সিদ্ধান্ত সীমাবদ্ধ রয়েছে।

অন্যান্য সংবাদ