শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রকৃত আওয়ামী লীগ হারিয়ে গেছে’

রবিন আকরাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার জোর করে দেশ শাসন করছে। অতীতের ঘৃণিত রাজা-বাদশাহদের মতো একনায়কতন্ত্র। এটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ার জন্যই। এ দলে আছে তাদের ভাষায় 'কাউয়ার' দল, যাদের বলা হয় হাইব্রিড। এরাই দুর্নীতি করছে। আমি প্রকৃত আওয়ামী লীগকে দেখি না, তারা হারিয়ে গেছে।

শনিবার দৈনিক সমকালে এসব কথা লিখেছেন তিনি।

মিনু বলেন, আমাদের সময় এরশাদবিরোধী আন্দোলনে শাহাদাত ভাই মাঠে ছিল। শাহজাহান ভাই ছিল, এখনও দেখি তালাইমারী থেকে হেঁটে আসছে। জুগলি হারিয়ে গেছে। সে তো আন্দোলনের একজন প্রাণ ছিল। এখন চায়ের দোকানের সামনে লুঙ্গি পরে বসে থাকে। আজকে যারা মধু খাচ্ছে, অনিয়ম করছে দেশব্যাপী তারা সব হাইব্রিড এবং কাউয়ার দল। এরা নিঃশেষ করে দিয়েছে বর্তমান এই অনির্বাচিত সরকারকে। একইভাবে আমরা যখন সরকারে ছিলাম, আমাদেরও তাই হয়েছে।

‘আমাদের সামনে সাড়ে তিন কোটি যুবক কর্মহীন থাকছে, যাদের অনেকের রয়েছে উচ্চ ডিগ্রি। আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। লক্ষ্য ছিল খাবারের সংস্থান হবে, কাপড়ের সংস্থান হবে, বাসস্থান হবে, চিকিৎসা পাব, চাকরি পাব। কিন্তু সত্যিকার অর্থে আজকে কি তাই আছে?’

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের সময় পার্লামেন্টে এবং বর্তমান পার্লামেন্টে শতকরা ৯০ জনেরই পলিটিক্যাল ক্যারিয়ার নেই। যারা ছাত্রজীবনে রাজনীতি করেনি, জনগণের সেবা করেনি, যুব রাজনীতি করেনি, কালচারাল রাজনীতি করেনি, যাদের জনগণের সেবক হিসেবে সুনাম ছিল না, তারা হঠাৎ ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমি যেমন রাজশাহী কলেজের ছাত্র সংসদ থেকে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। মান্না ভাই, রিজভী ভাই, ফজলে হোসেন বাদশা ভাই তারা ডাকসু, রাকসু ভিপি থেকেই উঠে এসেছেন। আজকে এমন কেউ সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশব্যাপী সেসব নেতাকর্মীকে তুলে আনতে হবে, যাদের মধ্যে সৌহার্দ্য থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়