Skip to main content

বঙ্গন্ধুকে হত্যার পরেও তাকে নিয়ে কবিতা লেখা হয়েছে: রফিকুল ইসলাম

আহমেদ ইসমাম : জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, বঙ্গন্ধুর জীবদ্দশায়ও কবিতা লেখা হয়েছে। তাকে হত্যার পর যখন তার নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল তখনও একজন কবি তাকে নিয়ে কবিতা লিখেছেন। তিনি হচ্ছেন নির্মলেন্দু গুণ। শনিবার ঢাকা লিট ফেস্টের শেষ দিনের সেভেন্টিওয়ান পোয়েমস সেশনর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, কবিতা সবাইকে নিয়ে লেখা যায় না, সব বিষয় নিয়েও লেখা যায় না। কিন্তু পদ্য লেখা যায়। পদ্যে শব্দের অর্থ আক্ষরিক নয়, কিন্তু কবিতায় শব্দের অর্থ আক্ষরিক। সুতরাং আমাদের দেশের কবিদের নিয়ে যতই হাসি-ঠাট্টা, তামাশা করি না কেন, আমাদের দেশের কবিরা জাতির দুঃসময়ে সোজা হয়ে দাঁড়ান। আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কবিতার সংকলন ‘পিস অ্যান্ড হারমনি: সেভেন্টিওয়ান পোয়েমস ডেডিকেটেড টু শেখ হাসিনা। এ আলোচনায় যোগ দেন কবি মোহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী, আবুল আজাদ, সংকলনের সম্পাদক আহমেদ রেজা, সংকলনের ইংরেজি অনুবাদক আনিস মুহাম্মদ প্রমুখ।