Skip to main content

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে দুই নারীকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার পাটুখালী এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় আমেনা বেগম(৩৫) ও সুফিয়া বেগম(৩৬)কে পটুয়াখালী মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেন। পুলিশ ও আহতের পারিবারকি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী গ্রামের রুস্তম আলী ফকিরের সাথে কবির হাওলাদারদের জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। গতকাল শুক্রবার দুপুরে রুস্তম আলী ফকিরের স্ত্রী সুফিয়া বেগম চুলা বানানো জন্য মাটি আনতে গেলে কবির,ফিরোজ,বেল্লাল,রুবেলসহ কয়েকজন তাঁকে গালাগাল করেন। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে সেখানেই তাকে মারধর শুরু করেন। এ সময় তাঁকে বাঁচাতে রুস্তমের বোন আমেনা বেগম গেলে তাঁকে কুপিয়ে আহত করে তারা। পটুয়াখালী মেডিকেল কলেজ সুত্র জানায়,আহত দুই নারীর দুই হাত,পিঠে মারাত্মক কোপ রয়েছে। আহত আমেনা বেগমের অবস্থা খুবই গুরুতর। কোপে তার পিঠের মাংস কেটে ফুসফুসে আঘাত লেগেছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।