শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ১১ আসনে আওয়ামীলীগের ১৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মাহফুজ নান্টু, কুমিল্লা : আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন আসন থেকে আওয়ামীলীগের বর্তমান মন্ত্রী-এমপিসহ একই আসনে একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উৎসবমুখর পরিবেশে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং পাশের নির্বাচন পরিচালনা অফিস থেকে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

গতকাল শুক্রবার বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল)’র পক্ষে ব্যক্তিগত সহকারী রতন কুমার সিংহ ও লালমাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন।

এছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা (৬) সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহা উদ্দিন বাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ এম এ ফাত্তাহ, সদস্য মিজানুর রহমান ইরান, গোলাম মাওলা, আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক মহিউদ্দিন খোকা, সদস্য মোঃ মোখলেছুর রহমান। এ সময় হাজী আকম বাহা উদ্দীন বাহারের দলীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তবে সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ ওমর ফারুক ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান গতকাল শুক্রবার আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে আজ শনিবার কুমিল্লা (১১) চৌদ্দগ্রাম আসন থেকে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি‘র পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সহ সম্পাদক কামরুল হাসান মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহজালাল মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য ইসমাঈল হোসেন শাহীন।

কুমিল্লা ৫ বুড়িচং-ব্রাহ্মনপাড়া আসন থেকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই আসন থেকে দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা (দ:) জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সম্পাদক মো:সাজ্জাদ হোসেন স্বপন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফের পক্ষে তার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলম ও চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলামসহ নেতা-কর্মীরা। তবে একই আসন থেকে দলীয় প্রার্থীতা চেয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. প্রানগোপাল দত্ত।

গতকাল শুক্রবার কুমিল্লা-৮ বরুড়া দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামূল হক মিয়াজী। একই আসন থেকে আজ শনিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল।

একই দিনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন আওয়ামী লীগ নেতা রোশন আলী মাষ্টার। বর্তমান সাংসদ রাজী ফখরুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিমা আহমেদ মেরী দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। এসময় দলীয় নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

শনিবার কুমিল্লা-১ আসনে বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়