শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছে ৬৯ জন সম্ভাব্য প্রাথী

শহিদুল ইসলাম ও এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে শুক্রবার দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে সম্ভব্য ৬৯ জন প্রাথী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানাগেছে। এছাড়া পুরো চট্টগ্রাম বিভাগের শুক্রবার মোট ২২৩ জন প্রার্থী ফরম নিয়েছেন । জেলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৮ জন।

চট্টগ্রাম-১ মীরসরাই সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ১জন নিয়াজ মোরশেদ এলিট। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে ৬জন তারা হলেন, এটিএম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি, মোহাম্মদ মিজানুর রহমান, বেলাল মোহাম্মদ নূরী, মোহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ থেকে ২জন তারা হলেন, মাহফুজুর রহমান মিতা, মো. নাজিম উদ্দিন জামসেদ। চট্টগ্রাম-৪ সীতাকুন্ড থেকে ৪ জন তারা হলেন, মোস্তফা কামাল চৌধুরী, এস এম আল মামুন, , বখতিয়ার উদ্দিন চৌধুরী, নিছার উদ্দিন আহমদ। চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে ১জন এবিএম ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রাম-৭ রাঙ্গনিয়া থেকে ২ জন তারা হলেন, মো. ওসমান গণি চৌধুরী ও ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী।
চট্টগ্রাম-৮ বায়ালখালী আসনে থেকে ৪ জন তারা হলেন, নুরুল ইসলাম বিএসসি, মোছলেম উদ্দিন আহমদ, মুজিবুর রহমান, মোহাম্মদ আবদুল কাদের সুজন।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে থেকে ১০জন তারা হলেন, নুরুল ইসলাম বিএসসি, সাবেক মন্ত্রী এমএ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপু, মুজিবুর রহমান, সৈয়দ ছগীর আহমদ, শফর আলী, তারেক সোলেমান সেলিম, জসীম উদ্দিন চৌধুরী, কাজী রাজি ইমরান ও জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসন থেকে ৭ জন তারা হলেন, ডা. আফছারুল আমীন, সৈয়দ মাহমুদুল হক, মো. হেলাল উদ্দিন চৌধুরী তুফান, ফরিদ মাহমুদ, জাবেদ নজরুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ বাহার, মোহাম্মদ আজাদ খান।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে ৪জন তারা হলেন, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, রেখা আলম চৌধুরী, মো. শফর আলী।

চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে ৭জন তারা হলেন, সামশুল হক চৌধুরী, বদিউল আলম, চেমন আরা তৈয়ব, মোহাম্মদ নাছির, অ্যাডভোকেট আবদুর রশিদ, মো. আইয়ুব আলী, সেলিম নবী।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে ১১ জন তারা হলেন, নজরুল ইসলাম চৌধুরী, মফিজুর রহমান, মোহাম্মদ কায়কোবাদ ওসমানী, এম মাসুদ আলম চৌধুরী, মো. জাহিদুল ইসলাম, আবু আহমদ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, নজরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান চৌধুরী, ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে ৯জন তারা হরেন, ড. আবু রেজা মুহাম্মদ নদভী, আমিনুল ইসলাম আমিন, সাংবাদিক আবু সুফিয়ান, এম এ মোতালেব, অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম, মো. মাঈনুদ্দিন হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামরুন নাহার, ববিতা বড়ুয়া, অহিদ সিরাজ স্বপন।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে ৫জন তারা হলেন, মুজিবুর রহমান সিআইপি, আবদুল্লাহ কবির লিটন, ড. জমির উদ্দিন সিকদার, অধ্যাপক আজিজুল ইসলাম শরিফী, মুজিবুল হক চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়