Skip to main content

বাংলাদেশের সর্বশেষ অবস্থার উপর নজর রাখছে ‘জাতিসংঘ’

তরিকুল ইসলাম : ‘জাতিসংঘ’ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস'র ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হয়। সে বিষয়টিতে নজর রাখছি। আমরা দেশটির (বাংলাদেশের) সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত রয়েছি এবং সার্বিক বিষয় অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি।   শুক্রবার বৈশ্বিক এ সংস্থার সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণা প্রসঙ্গেও তিনি আলাপ-আলোচনা করেন।

অন্যান্য সংবাদ