শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেগান ও বোয়েটেংকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিতে হয়েছিল ২০১৪ আসরের চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের পরও নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেনি জোয়াকিম লোর শিষ্যরা। নেশন্স লিগে জার্মানদের প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা নেদারল্যান্ড এবং বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া।

রাশিয়া ও নেদারল্যান্ডসের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে জার্মানি। দলে নেই এক নম্বর গোলরক্ষক টার স্টেগেন ও তারকা ডিফেন্ডার জেরোম বোয়েটেং। দলে ডাক পেয়েছেন আর্সেনালের গোলরক্ষক বার্নড লিনো।
এদিকে, নতুন স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন মার্ক উথ, জুভেন্টাসের তারকা এমরি কান ইনজুরির কারণে দলে নেই। স্ট্রাইকারের মূল দায়িত্ব পালন করবেন থমাস মুলার এবং টিমো ভার্নার। রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মানি খেলবে ১৫ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জার্মানরা।

জার্মানি স্কোয়াড : (গোলরক্ষক) বার্নড লিনো, ম্যানুয়েল নয়ার এবং কেভিন ট্র্যাপ (ডিফেন্ডার) ম্যাথুস জিনতার, জোনাস হেক্টর, ম্যাট হ্যামেলস, থিলো খেরার, জসুয়া কিমিচ, অ্যান্তোনিও রুদ্রিগার, নিকো সুজ, নিকলাস শোলে এবং জোনাথন তাহু। (মিডফিল্ডার) হুলিয়ান বার্নডট, হুলিয়ান ড্রাক্সলার, সার্জি গ্যানর্বি, লিওন গোরেতজা, কাই হার্ভটজ, টনি ক্রুস, মার্কো রিউস, সেবাস্তিয়ান রুডি এবং লেরয় সানে। (ফরোয়ার্ড) থমাস মুলার, মার্ক উথ এবং টিমো ভার্নার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়