শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনঃতফসিল ঘোষণার দাবি বাম গণতান্ত্রিক জোটের

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার দুপুর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে তারা এ দাবি জানান।

নেতারা বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানান। নেতারা বলেন, নিয়ন্ত্রিত ও ভোট ডাকাতির লক্ষ্যেই নির্বাচন করতে চায় সরকার। আলাপ আলোচনার করে সমঝোতায় আসার আহবান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের এই দখলদারিত্বের নির্বাচনের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে আসছে। সরকার একদিকে বলছে তারা সুষ্ঠু নির্বাচন দেবে অন্যদিকে তারা আগে থেকেই তাদের জয় ঘোষণা করে রেখেছে। এই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম এই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে তারা বারবার সংবিধানের দোহাই দেয়। জনগণের জন্য যা কিছু দরকার তার সবকিছুই সংবিধানের মাধ্যমে করা যায়। সংবিধান সংসদের একটি পরিপূরক ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়