Skip to main content

নতুন প্রজন্মকে মেজর গণির জীবন ও আদর্শ চর্চা করার অনুরোধ প্রধান বিচারপতির

এস এম নূর মোহাম্মদ: নতুন প্রজন্মকে মেজর গণির কীর্তিময় জীবন ও আদর্শ চর্চা করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এ অনুরোধ করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মেজর গণির আদর্শ ও কর্ম প্রতিটি বাঙালির জীবনে প্রাতঃ স্মরণীয় হয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি বাঙালি জাতির কৃতি সন্তান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বলেন, মেজর আবদুল গণি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। রাষ্ট্র ভাষা বাংলার পক্ষে তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। এই গুণী মানুষকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তাঁর পারলৌকিক মুক্তি কামনা করছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠতা মেজর আবদুল গণির ৬২ তম দিবস উপলক্ষে মেজর গণি পরষিদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.হুমায়ুন কবির। অনষ্ঠান পরিচালনা করেন ফারুক খান ও দিদারুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) ইমামুজ্জামান, হেলেনা জাহাঙ্গীর, আবুল কাশেম হৃদয় ও অ্যডভোকেট কাইমুল হক রিংকু।