শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গাড়িচাপায় নিহত ২

মহসীন কবির : ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং-এ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গাড়িচাপায় দুই কিশোর নিহত হয়েছেন। নিহত দুই কিশোর হলেন, আরিফ (১৫) ও সুজন (১৮)।

শনিবার সকালে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন । তিনি মোহাম্মদপুর নবীনগর হাউজিং-এর একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।

নিহত সুজনের বন্ধু রুহুল আমিন আমাদেরসময়ডটকমকে জানায়, নিহত সুজন আওয়ামী লীগের প্রোগ্রামে যাওয়ার জন্য নবোদয় হাউজিং এর হোম গেট থেকে পিকআপে  ওঠে। সেখানে অন্য এক পক্ষের রেষারেষিতে ঢিল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে পিকআপ থেকে বেপোরোয়াভাবে লাফিয়ে পড়লে পিকআপের নিচেই চাপা পড়েন সুজন।

পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সকাল ১১টায় চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মোহাম্মদপুর থানার এসআই জহিরুল ইসলাম জানায়, উভয় পক্ষের দস্তাদস্তিতে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানায়, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। তবে এই সংঘর্ষ নিয়ে নানক কিংবা সাদেক খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে এই আসনে মনোনয়ন চাচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

এ ব্যাপারে আদাবর থানার ওসি কাওসার আহমেদ বলেন, 'আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ বেঁধেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছি।” সংঘর্ষ নিয়ে নানক কিংবা সাদেক খানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা সদলবলে গিয়ে ফরম তুলছেন ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে। এর মধ্যে আদাবরের সংঘর্ষ হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়