Skip to main content

অধ্যাপক মোজাফফর আহমদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

হুমায়ুন কবির খোকন: মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সার্পোটে আছেন। ৯৭ বছর বয়সী প্রবীণ এই নেতা বারিধারায় মেয়ের বাসায় গুরুতর অসুস্থ হলে গত বুধবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। মোজাফফর আহমদের কন্যা আইভী আহমদ শনিবার দুপুরে জানান, উনি এখনো লাইফ সার্পোটে আছেন। উনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, এখনো সরকারের পক্ষ থেকে কেউ তাকে দেখতে যাননি বা চিকিৎসার খোজঁ-খবর নেননি। এর আগে চলতি বছরের জুলাই মাসে গুরুতর অসুস্থ্য হলে তাকে রাজধানীর বসুন্ধরার অ্যাপলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ্য হলে তাকে মেয়ের বারিধারার বাসায় নিয়ে আসা হয়। তার স্ত্রী আমিনা আহমদ এমপি ন্যাপের সভাপতি মণ্ডলীর সদস্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তথা মুজিবনগর সরকারের ছয় জন উপদেষ্টার মধ্যে তিনি একজন। ছয়জনের মাঝে তিনিই একমাত্র জীবিত। মুক্তিযুদ্ধ চলাকালীন ন্যাপ, সিপিবি ও ছাত্র ইউনিয়ন থেকে নিজস্ব উনিশ হাজার মুক্তিযোদ্ধা সংগঠনে অধ্যাপক আহমদের ভূমিকা অবিস্মরণীয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৯ সালে মোজাফফর সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচন হলে তিনি ন্যাপ, সিপিবি এবং প্রগতিশীল শক্তির পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন।

অন্যান্য সংবাদ