Skip to main content

অখণ্ড

মাহফুজা অনন্যা ইন্টিগ্র্যাল চিহ্নের মতো ঘিরে আছে সুঁচালো সাপের জিহ্বা অসীম সীমায় বাঁধা সময়ের গোড়ালি অভিশাপ কোনোদিনই সাপ হয়ে মারে না ছোবল মার্বেল নগরে আগুন পোড়াতে পারে না যেমন আগুনে লেখা নাম শুধু সরল পৃথিবীর মুখমণ্ডল ঝলসে যায় পিতলের মতো রোদে… মোটা দাগের জেলে রক্তরথের ভিতর অপজন্মের কালিতে টানি যাবজ্জীবন দীর্ঘশ্বাসের মার্জিন