শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়ন করলেও মানুষের মন জয় করতে পারেনি সরকার : চরমোনাই পীর

বিডি-প্রতিদিন : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার হাজার কোটি টাকার উন্নয়ন করলেও মানুষের মন জয় করতে পারেনি। মানুষের মনে শান্তি আনতে পারেনি। এ কারণে নিরপেক্ষ নির্বাচন দিতে তাদের এতো ভয়।

শুক্রবার বিকেলে খুলনায় ইসলামী আন্দোলনের আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। খুলনা মহানগর ও জেলা শাখা এই জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক।

তিনি দুনিয়াতে শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে হাত পাখা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।

জনসভায় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও এদেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হয়, এটা দুঃখজনক। এটা ভাবতেও আমাদের লজ্জা হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি ঘণ্টা পর ঘণ্টা উন্নয়নের কথা বলেন। যদি উন্নয়ন করে থাকেন তাহলে সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন দিতে আপনি ভয় পাচ্ছেন কেন। স্বাধীনতার ৪৭ বছর পরও সাধারণ মানুষ তাদের খেয়াল খুশি মত ভোট দিতে পারছে না।

জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, অনেক রাজনৈতিক দল তাদের প্রার্থী নিয়ে নানা সমস্যায় রয়েছে। কিন্ত বাংলাদেশের মধ্যে প্রথম ইসলামী আন্দোলন ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে।

এসময় তিনি খুলনার ছয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে হাত পাখা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়