শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় চিনি কোম্পানিগুলোর শেয়ারের দরবৃদ্ধি

নূর মাজিদ : আগামী বছর থেকে চীনে চিনি রপ্তানির ঘোষণা দিয়েছে ভারত সরকার। এই ঘোষনার প্রেক্ষিতে গতকাল শুক্রবার দেশটির প্রধান প্রধান চিনিকল গুলোর শেয়ারের দর উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পায়। চীনে রপ্তানির ঘোষণায় গতকাল দেশটির কমোডিটি পুঁজিবাজারে আভাদ সুগার অ্যান্ড এনার্জির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২৭ শতাংশ। একইসঙ্গে ধামপুর সুগারের দর বেড়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ, বালারামপুর চিনি মিলের ৫ দশমিক ২৬ শতাংশ, ঈদ প্যারি ৬ দশমিক ৬৭ শতাংশ এবং মগধ সুগার অ্যান্ড এনার্জি কো¤পানির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ।

চিনিকলগুলোর শেয়ারের এমন দরবৃদ্ধি দেশটির চিনিশিল্পের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিশেষ করে, এমন মূল্যবৃদ্ধি অতিরিক্ত চিনির উৎপাদনের কারণে সৃষ্ট ভারতীয় চিনি কলগুলোর কাঁধ থেকে বাড়তি অর্থনৈতিক চাপ নামাবে। আগামী বছর ভারত চীনে ২০ লাখ টন চিনি রপ্তানি করতে চায়। চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কমাতেই সেখানে কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করছে ভারত সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগামী বছরের শুরু থেকেই চিনি রপ্তানি করা হবে। এই লক্ষ্যে ইতোমধ্যেই ১৫ হাজার টন অপরিশোধিত চিনি রপ্তানি চাহিদাপত্র ভারতীয় চিনিকলগুলোকে দেয়া হয়েছে।’

অপরিশোধিত চিনি ভারতের দ্বিতীয় বৃহৎ অর্থকড়ি কৃষি রপ্তানি পণ্য। প্রথমস্থানে রয়েছে বাসমতি চাল। চীনের রাষ্ট্রায়ত্ব কোফকো কো¤পানি অপরিশোধিত ভারতীয় চিনি আমদানি ও পরিশোধন করে স্থানীয় বাজারে সরবরাহ করবে। বিজনেস টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়