শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোজাংয়ের জোড়া গোলে সেমিতে শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেই থামতে হলো সাইফ স্পোর্টিং ক্লাবকে। আর তাদের থামিয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে শেখ জামাল ধানমি- ক্লাব। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গতকাল সাইফকে ২-১ গোলে হারিয়ে আসর থেকে বিদায় করেছে শেখ জামাল।

সাইফ স্পোর্টিং হেরেছে মূলত গাম্বিয়ান ফরোয়ার্ড সাইনি বোজাংয়ের কাছেই। কেননা তার জোড়া গোলে পিছিয়ে পড়ে সাইফ। একটি শোধ করলেও পরে আর পেরে দেয়নি। যার ফলে কোয়ার্টার থেকেই খালি হাতে ফিরতে হয়েছে সাইফকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২৯ মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন বোজাং। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দু’দল। এরপর বিশ্রাম থেকে ফিরে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ করে সাইফের ফুটবলররা। অবশ্য ফল পেয়েও যায় হাতে নাতে।

আন্দ্রেস করোবা ৭১ মিনিটে শেখ জামালের জালে বল পাঠিয়ে স্কোর লাইন ১-১ সমতায় আনেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আট মিনিট পরেই আবারও ব্যবধান বাড়ান গাম্বিয়ান ফরোয়ার্ড বোজাং। ৭৯ মিনিটে সাইফের জালে দ্বিতীয়বার পাঠান। ২-০ স্কোর লাইনেই শেষ হয় ম্যাচটি।

ফেডারেশন কাপের দ্বিতীয় পর্ব বা কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়