Skip to main content

প্রিন্স লুঁই ও চার্লসের সময় ভালই কাটছে

রাশিদ রিয়াজ : প্রিন্স চার্লস তার দাদু ভাই প্রিন্স লুঁইয়ের সঙ্গে হাত মিলাচ্ছেন। আর প্রিন্স লুঁই রয়েছেন তার মায়ের কোলে। এধরনের ছবি ব্রিটিশ মিডিয়ায় এর আগে কখনো দেখা যায়নি। প্রিন্স চার্লসের ৭০তম জন্মবার্ষিকীতে এ ছবি বিবিসি’র প্রামাণ্য চিত্রে দেখানো হয়। প্রিন্স উইলিয়ামও স্বীকার করেছেন তিনি তার সন্তানের সঙ্গে প্রিন্স চার্লস আরো বেশি সময় দেন তা চান। কারণ দাতা ও নাতির সঙ্গ তিনি বেশ উপভোগ করেন। দি সান ক্লারেন্স হাউসে প্রিন্স চার্লস তার নাতির হাত নেড়ে কুশল বিনিময় করেন। বিবিসি’র কাছে কিছুটা কপট অভিমান দেখিয়ে প্রিন্স উইলিয়াম এও বলেছেন, তার সন্তানকে তার বাবার আরো সময় দিলে ভাল হয়। আমি চাই আমার বাবা আরো সময় দিক। কারণ প্রিন্স চার্লস এমন এক বয়সে পৌঁছেছেন যখন প্রিন্স লুঁইয়ের সঙ্গে তার সম্পর্ক দৃঢ় করার উপযুক্ত সময় এসেছে। প্রিন্স চার্লসকে দেখা গেছে প্রিন্স উইলিয়ামের মেয়ে লোলার সঙ্গেও খেলতে। প্রিন্স উইলিয়াম বলেন, আমার বাবা এখনো সক্ষম ব্যক্তি কিন্তু আমি চাই তিনি এমন সক্ষম তার ৯৫ বছর পর্যন্ত থাকুক। এজন্যে বাড়িতে আরো অধিক সময় যদি প্রিন্স চার্লস আমার ছেলেমেয়ের সাথে দেন তাহলে তা মহার্ঘ। কারণ তিনি যখন আমার ছেলেমেয়ের সঙ্গে থাকেন তখন সেই মুহূর্ত থাকে অসাধারণ। এদিকে প্রিন্স হ্যারি বলেন, তার বাবা এখনো দিনভর ব্যস্ত থাকেন। ফলে তাকে পাওয়া খুব কঠিন। তাদের মা ডায়নার মৃত্যুর পরও তাকে খুব কম পাওয়া গেছে। প্রিন্স হ্যারি আরো বলেন, তিনি আরো নাতি, নাতনি পাবেন। এখনো অবাক হতে হয় প্রিন্স চার্লস রাতের খাবার দেরিতে খান এবং তাকে দিনে বেশ কর্মব্যস্ত থাকতে দেখা যায়। প্রিন্স চার্লস কখনো থেমে যাওয়ার পাত্র নয়। কারণ যখন আমরা ছোট ছিলাম, বাবাকে দেখেছি একটির পর একটি অফিসের কাজ করতে। রাতে খুব কমই তাকে গুডনাইট বলার জন্যে তার ডেস্কের কাছে যেতে পেরেছি।

অন্যান্য সংবাদ