Skip to main content

কমলগঞ্জে জাতীয় পার্টির মিছিল-সভা অনুষ্ঠিত

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ আজারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দুরুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি জহির আহমদ খান, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আলেকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মকুল, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল ওয়াহিদ চৌধুরী রুলু, সদস্য সচিব সাংবাদিক মো আব্দুল মোক্তাদির, জাতীয় যুব সংগতির সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, কমলগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি জমির আলী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। সভা শেষে জাপা চেয়ারম্যান এরশাদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত এক পথসভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে সম্মিলিত জাতীয় জোটের সম্ভব্য প্রার্থী হিসেবে কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দুরুদ আলীরকে দলের সংসদ সদস্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়।

অন্যান্য সংবাদ