Skip to main content

এবার ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চান বেনজেমা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে ২০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর করিম বেনজেমা ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চান। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে দলকে এগিয়ে দিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেনজেমা। পরে আরও একটি গোল করেন। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে বেনজেমার গোল হল নয়টি। এর মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। প্রায়ই সমালোচনার মুখে পড়া ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন, দলে তার দায়িত্ব নিয়ে অনেকেই ভুল বোঝেন। তবে এসব নিয়ে না ভেবে দলে অবদান রাখার লক্ষ্যের কথা ক্লাবের ওয়েবসাইটে জানান ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ‘ইতিহাস নতুন করে লেখার জন্য আমি ফুটবল খেলি। মাঠে আমি কী করি তা মানুষ কখনও কখনও বোঝে না। নতুন করে আমি সতীর্থদের সাহায্য করতে ও আমার সর্বোচ্চটা দিতে যাই। - গোল ডটকম