Skip to main content

সিরিজ জয়ে চোখ মুরের

নিজস্ব প্রতিবেদক : সিলেট টেস্ট জয়ের পর সিরিজ জয়ে চোখ জিম্বাবুয়ে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পিটার মুরের। বাংলাদেশকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর ঘরের বাইরে টেস্ট ম্যাচ জয় করেছে সফরকারীরা। ঘরে বাইরে হিসেব করতে গেলে সময়টা দাঁড়ায় পাঁচ বছর। তবে এক টেস্ট জয়ে তৃপ্ত থাকছেন না সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো পিটার মুর। ‘হ্যাঁ, স্মরণীয় জয় বলতে পারেন। এটা আমার প্রথম টেস্ট জয়, আমাদের দলের আরও সাত জনের প্রথম টেস্ট জয়। সবার জন্যই জয়টি বিশেষ কিছু। কিন্তু ঘরের বাইরে টেস্ট সিরিজ জয় করা এর চেয়েও বড় মুহূর্তের জন্ম দিবে।’ মিরপুুর অনুশীলন শেষে একথা বলেন মুর। তবে মিরপুরের অনিশ্চয়তায় ভরা উইকেট আর জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশের বিপক্ষে কাজটা সহজ হবে না। জিম্বাবুয়ে দলের সদস্যরা কঠিন লড়াই এর জন্য মানসিকভাবে প্রস্তুত। এমন আভাস তাদের অনুশীলন থেকে শুরু করে কথা বার্তাও পাওয়া যাচ্ছে। ‘দল এখন ভাল অবস্থায় আছে। আমরা জানি সামনের ম্যাচটি খুবই কঠিন হবে। উইকেটও ভিন্ন থাকবে এবং অনেকটাই অনিশ্চয়তায় ভরা থাকবে। বাংলাদেশও জয়ের জন্য উদগ্রীব থাকবে। তাদের অনেক কিছু হারানোর আছে এই ম্যাচে। আমি মনে করি ম্যাচটা কঠিন হবে। তবে আমাদের দলের সবাই প্রস্তুত আছে।’