Skip to main content

বরিশালে দিনব্যাপী উদীচীর সুবর্ণ জয়ন্তী উৎসব

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : বিভাগীয় শহর বরিশালে গণসাংস্কৃতিক সংগঠন উদীচীর সূবর্ণ জয়ন্তী উৎসব ও উপবিংশ দ্বি-বার্ষিক সম্মেলনসহ গুনিজনদের সংবর্ধনা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উদীচীর জেলা কমিটির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচীর সাবেক সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যটবল। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সূবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধণ করে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এছাড়া দিনব্যাপী টাউনহলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। সূবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব জ্যোতি প্রকাশ রায় হিটলার ও আলেয়া বেগম আলো’কে গুনিজন সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অন্যান্য সংবাদ