শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেরেই বিদায় নিতে হলো হেরাথকে

স্পোর্টস ডেস্ক : বিদায়টা সুখকর হলো না শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার রঙ্গনা হেরাথের। ক্যারিয়ারের শেষ টেস্টে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই স্পিনারকে। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডের কাছে ২১১ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

জিততে হলে বিশ্বরেকর্ড করতে হত শ্রীলংকাকে। জয়ের জন্য তাদের ৪৬২ রানের লক্ষ্য দিয়েছিল জো রুটের দল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫০ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস।

চতুর্থ দিন বিনা উইকেটে ১৫ রান নিয়ে খেলতে নেমে দলীয় ৫৯ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে শ্রীলংকা। দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয় ডি সিলভা। কুশল সিলভা এক প্রান্তে থিতু হয়ে খেললেও ব্যক্তিগত ৪৫ রানে লিচের শিকার হয়ে ফেরেন। দলের পক্ষে শুধুমাত্র অধিনায়ক ম্যাথিউস ফিফটির দেখা পান। ৫৩ রান করে মঈন আলিকে উইকেট ছুঁড়ে দেন তিনি।

ম্যাথিউসের বিদায়ের পর শ্রীলংকার পরাজয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। আদিল রশিদ এবং মঈন আলির ঘূর্ণির সামনে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বেন ফোকসের সেঞ্চুরিতে ৩৪২ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে শতক হাঁকান উইকেটরক্ষক ফোকস।

ইংলিশদের প্রথম ইনিংসের ৩৪২ রানের জবাবে শ্রীলংকা গুটিয়ে যায় মাত্র ২০৩ রানে। ইংলিশদের পক্ষে মঈন আলি একাই শিকার করেন ৪ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কিটন জেনিংসের অপরাজিত ১৪৬ রানের উপর ভর করে ইংলিশরা ৬ উইকেটে ৩২২ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়