শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে মোদি সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১ লাখ কোটি রুপি চায়: চিদাম্বরম

রাশিদ রিয়াজ : ভারতের কেন্দ্রীয় ব্যাংক বিধির ৭ ধারা অনুযায়ী মোদি সরকার নির্বাচনের আগে ১ লাখ কোটি রুপি চায় বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তবে ভারতের অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ বলেছেন, সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো অর্থ চায়নি। সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার বলেছিলেন, সরকার কেন্দ্রীয় ব্যাংককে দখলে নিতে চাচ্ছে। অর্থনৈতিক সংকটের মুখে সরকারের এধরনের উদ্যোগ হিতে বিপরীত হবে বলেও চিদাম্বরম হুঁশিয়ার করে দেন। বিজনেস স্ট্যান্ডার্ড/টাইমস অব ইন্ডিয়া

ভারতের অর্থসচিব বলেন, সরকার বরং সঠিক আর্থিক মূলধন পরিকাঠামো ঠিক করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলছে। চলতি অর্থবছরে ঋণ খাতে বরাদ্দ ৭০ হাজার কোটি রুপির সীমা পেরিয়ে গেছে সরকার। টুইট বার্তায় দেশটির অর্থসচিব আরো বলেন, ভোটের আগে রিজার্ভ ব্যাংকের কাছে ৩.৬ লাখ বা ১ লাখ কোটি রুপি চাওয়া হয়নি। সরকারের অর্থনৈতিক অঙ্ক সম্পূর্ণ সঠিকভাবেই কষা হয়েছে।

এদিকে পি চিদাম্বরম কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডকে সরকার তাদের বাধ্যগত নোমিনির মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। আগামী ১৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় সরকারের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন প্রস্তাব পাশ হয়ে যাবে বলেও আভাস দেন চিদাম্বরম। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিত প্যাটেল অনমনীয় রয়েছেন বলে মোদি সরকার নির্বাচনের আগে ১৯৩৪ সালের বিধি প্রয়োগ করে ১ লাখ কোটি রুপি হস্তান্তরের কথা বলছে। তবে ভারতের অর্থসচিব বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো অর্থ আদতেই চায়নি সরকার। উপরন্তু সরকারের আর্থিক ঘাটতি ক্রমশঃ নামিয়ে আনা সম্ভব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়