শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল ইটের সবুজ স্কুল!

স্মৃতি খানম : লাল ইটের চারতলা ভবন। বেশ খানিকটা দূর থেকেই চোখে পড়ে। আর দৃষ্টি আটকে যায়, দেয়ালজুড়ে গাছ আর গাছ। কোনোটি লতিয়ে উঠছে তার বেয়ে, কোনোটি মেলে দিয়েছে ডালপালা। কারও ডগায় দুলছে রঙিন ফুল। রোদে–জলে তাদের বেড়ে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। দেখা মেলে কৃষ্ণচূড়া আর বকুলের।

কদমতলী থানার নতুন জুরাইনের আলমবাগ এলাকায় এই চারতলা ভবন একটি বিদ্যালয়ের। নাম হাজেরা উচ্চবিদ্যালয়। প্রায় ২৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮১ সালে। প্রয়াত শিল্পপতি মোহাম্মদ আলম তাঁর মায়ের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নিজের নামে ওই এলাকার নাম হয়েছে আলমবাগ।

ভেতরে এসে দেখা গেল আরও ভালো করে। ইংরেজি ‘এল’ আকারের ভবন। প্রতিটি তলার বারান্দার সামনে, রেলিংয়ের পাশে, জানালার কার্নিশে, বড় বড় টব, ড্রাম—এসব শক্তপোক্ত করে বসানো হয়েছে। তাতে লাগানো হয়েছে নানা জাতের গাছ। পানি দেওয়ার ব্যবস্থাও চমৎকার। লম্বা পাইপ দিয়ে প্রতিটি টবের সঙ্গে পানির সংযোগ দেওয়া হয়েছে। মাথায় আছে কল। চাবি ঘুরিয়ে দিলেই পানির ধারা।

ছাদে গেলে চোখ জুড়িয়ে যায়, রীতিমতো বাগান। ইট গেঁথে সারি সারি চৌকোণ ক্ষেত্র করে তার ভেতর লাগানো হয়েছে হরেক রকম মৌসুমি ফলের গাছ। প্লাস্টিকের ড্রামেও গাছ লাগানো হয়েছে। ফুল গাছ আছে অল্প কিছু। ফল ধরেছে, ফুল ফুটেছে কয়েকটিতে। ‘আপাদমস্তক’ কথাটি ঘর-বাড়ির সঙ্গে যায় না, তবে প্রকৃতপক্ষেই একেবার আঙিনা থেকে ছাদ পর্যন্ত সরক্ষ ইটের পুরো বাড়িটিই সবুজে স্নিগ্ধ হয়ে উঠেছে।

স্কুল ভবনটি সবুজ করে তোলার উদ্যোগ শুর হয়েছিলো ২০১৭ সালের জুন মাসে। মূল উদ্যোগ ছিলো স্কুলের প্রধান শিক্ষক হারনুর রশীদ ও পরিচালনা পর্ষদের সভাপতি নুর আলমের। তারা বলেন, শুরুতে স্কুলের সামনের আঙিনায় ফুল গাছ আর ছাদে ফল গাছ লাগানোর পরিকল্পনা ছিলো তাঁদের। জায়গা অল্প, তাই আঙিনায় বড় গর্ত করে ৫টি বকুল ও ৫টি কৃষ্ণচূড়ার চারা লাগানো হয়। এই গাছগুলো বেশ বড় হবে, তাই অনেক বড় গর্ত করতে হয়েছে। বাইরে থেকে দুই ট্রাক সারযুক্ত মাটি এনে গর্ত ভরাট করে বড় আকারের চারা লাগানো হয়। এ ছাড়া ভবনের দেয়ালের সামনের মাঠে ১৬টি ড্রামে ফুল গাছের চারা লাগানো হয়। এরপর শুর হয় ছাদে গাছ লাগানোর পালা।

ছাদে রয়েছে বাগানবিলাস, মধুমালতী, অপরাজিতাসহ সাত রকমের ফুল গাছ। ফলের মধ্যে আছে ২২টি থাই পেয়ারা, ২টি বারি পেয়ারা, ৫০টি আপেল কুল, ৪টি বাউকুল, করমচা, জামরলসহ বিভিন্ন মৌসুমি ফলের গাছ। কুলগাছগুলোতে ফুল এসেছে, ফলও ধরেছে কয়েকটিতে। ছাদ ও আঙিনার পর নেওয়া হয় দেয়ালগুলো সবুজে ঢেকে দেওয়ার উদ্যোগ। গত জুলাই থেকে ব্যাপক পরিসরে বিদ্যালয়জুড়ে ফুল ও ফল গাছ দিয়ে ঢেকে ফেলা হয়। চারতলা ভবনের বাইরের কার্নিশগুলোর ফাঁকে ইট দিয়ে ঘিরে আর প্লাস্টিক ড্রাম বসিয়ে ২০৮টি জায়গা করা হয়েছে গাছ লাগানোর জন্য। এতে চার শতাধিক চারা লাগানো হয়েছে। এর মধ্যে আছে বাগানবিলাস ১৬৫টি, মধুমালতী লতা ৭০টি, নীল অপরাজিতা ৩০টি, বেলি ৪০টি, হাসনাহেনা ৩০টি, কসমস ১০টি, ক্যামেলিয়া ৫টি, গাঁদা ২০টি, গন্ধরাজ ৪০টি, চন্দ্রমল্লিকা ১০টি এবং গোলাপ চারা চারটি। স্কুল ভবনের এই সবুজায়ন দেখে শিক্ষার্থী আর এলাকাবাসীও মুগ্ধ। দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তারের বাবা আবদুল গফুর বলেন, পুরো প্রতিষ্ঠানকে এমনভাবে সাজানো হয়েছে, যেন মনে হচ্ছে এখানকার পরিবেশ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে।

এই সবুজায়নের পরিচর্যা প্রসঙ্গে স্কুলের  প্রধান শিক্ষক হারনুর রশীদ বলেন, হাজেরা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হাজার খানেক। শিক্ষক–কর্মচারী ৩৪ জন। তাঁদের নিয়েই এসব গাছের পরিচর্যা করা হয়। এতে শিক্ষার্থীরা হাতে–কলমে কাজ করার সুযোগ পাচ্ছে। প্রকৃতি, পরিবেশ বিষয়েও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।

নবম শ্রেণির শিক্ষার্থী ঐশী আক্তার বলল, ফুল ও ফল গাছের চারা লাগানোর পর স্কুলের চেহারাই বদলে গেছে। এখন পরিবেশ খুব ভালো লাগে।

সভাপতি নুর আলম জানালেন, এই সবুজায়ন কর্মসূচিতে এ পর্যন্ত তাদের প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। এর অধিকাংশই তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন।

স্কুলটি ঘুরে আরও দেখা গেল, কেবল সবুজায়নই নয়, প্রযুক্তির ব্যবহারেও তারা এগিয়ে এসেছে। শ্রেণিকক্ষগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) আওতায় আনা হয়েছে। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষক ও কর্মচারীদের সবার জন্যই ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষে দেওয়া হয়েছে ইন্টারকম। শিক্ষার মান উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। গত এসএসসিতে ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫২ জন। এলাকাটি তুলনামূলকভাবে পিছিয়ে পড়া, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের। প্রধান শিক্ষক জানালেন, তাদের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে শিক্ষার মানেও ঢাকা দক্ষিণ সিটির স্কুলগুলোর মধ্যে সেরা দশে উঠে আসা। তাই অব্যাহত থাকবে সবুজে স্নিগ্ধ, শিক্ষায় উন্নত হওয়ার লক্ষ্যে তাদের এই অভিযাত্রা। সূত্র : প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়