Skip to main content

নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি: ব্যারিস্টার রফিকুল ইসলাম (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার সকালে ডিবিসি নিউজকে এ কথা জানান তিনি। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, 'বিএনপি নির্বাচনমুখি দল, নির্বাচনের মাধ্যমেই বিএনপি ৩ বার ক্ষমতায় এসেছে। আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই, ঐক্যফ্রন্টও নির্বাচনে যাবে। সকলের সাথে বসেই এই সিদ্ধান্ত নেয়া। আসছে ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঠিক করে গতকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তফসিলের ঘোষণার পর গতকাল রাতেই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন নেতারা। সূত্র: ডিবিসি নিউজ https://www.facebook.com/DBCNews24x7/videos/187286018864575/

অন্যান্য সংবাদ