Skip to main content

প্রার্থী ও সমর্থকদের সমাগমে জিগাতলা-মোহাম্মদপুর সড়কে যান চলাচলে বিঘ্ন

সুজন কৈরী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শুক্রবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। ফলে কার্যালয়ের সামনে ভিড় বাড়তে থাকে মনোনয়ন প্রত্যাশী ও তার সমর্থকদের। তাদের মধ্যে অনেকে আবার গাড়ি নিয়ে এসেছেন। রাস্তার দুই পাশে গাড়িগুলো শংকর পর্যন্ত পার্ক করা হয়। এছাড়া প্রার্থীর সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা সমর্থকরা রাস্তায় অবস্থান করছেন। ফলে জিগাতলা-মোহাম্মদপুর রাস্তা বন্ধ হয়ে গেছে। গাড়ি এবং অন্যান্য যানবাহন স্থির দাঁড়িয়ে আছে। মিছিল আসতে আসতে ধানমন্ডি ৩/এ রাস্তাটি পূর্ণ হয়ে রাস্তা স্থবির হয়ে গেছে। ট্রাফিক পুলিশ এক পর্যায়ে অবস্থা সামলাতে না পেরে প্রায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। জানা গেছে, ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির অফিস থেকে মাইকে বার বার ভিড় সামাল দেয়ার জন্য বলা হচ্ছে। তার পরও ভিড় কমছে না। বরং নতুন নতুন মিছিল আরো যুক্ত হচ্ছে। যারা গাড়ি এবং মোটর সাইকেলের বহর নিয়ে এসেছেন তাদেরকে রাস্তার ওপরই পার্ক করতে হচ্ছে। ফলে এই রাস্তা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগামী ২৩ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

অন্যান্য সংবাদ