Skip to main content

রবি শাস্ত্রীকে সতর্ক করল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে ভারত টেস্ট সিরিজ না জিতলেও বিরাট কোহলির দলকেই গত ১৫ বছরে সেরা সফরকারী দল বলে মন্তব্য করেছেন কোচ রবি শাস্ত্রী। তার এই মন্তব্যকে ব্যক্তিগত বক্তব্য বলে জানিয়েছিলেন অধিনায়ক কোহলি। কিন্তু অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে শাস্ত্রীকে সতর্ক করল বিসিসিআই। কোনটা সেরা দল তা ঠিক করবে সাধারণ মানুষ, এটা তোমার কাজ নয়. এই বলেই কোচ শাস্ত্রীকে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ প্রধান বিনোদ রাই। গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টের সিরিজ হেরেছে ভারত। ওয়ান ডে সিরিজেও জয়ের মুখ দেখেনি কোহলি অ্যান্ড কোং। এগিয়ে থেকেও সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে শাস্ত্রী বলেছিলেন, ‘আমাদের মিডিয়া সব সময় দেশের ক্রিকেটার ও দলের সমালোচনা করে থাকে। কিন্তু আমি বলছি গত ১৫ বছরে এই দল অন্যতম সেরা সফরকারী দল। শাস্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনায় মুখর হন ভারতের সাবেক দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলী। এ ব্যাপারে শাস্ত্রীকে পরিসংখ্যানে চোখ বোলানোর পরামর্শ দেন তারা। বোর্ডের সিওএ প্রধান অবশ্য শাস্ত্রীর হাত থেকে সেরা দল বাছাইয়ের ক্ষমতা কেড়ে নিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন- কোনটা সেরা দল, তা ঠিক করবে মানুষ। শাস্ত্রীকে সিওএ-এর পক্ষ থেকে জানানো হযয় ‘আমাদের মিটিংয়ের অ্যাজেন্ডা হল আসন্ন অস্ট্রেলিয়া সফরের পলিশি ঠিক করা। কোনটা সেরা সফরকারী দল সেটা তুমি ঠিক করতে যেও না। এটা দেশের জনগণ ঠিক করুক।’ চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। চার টেস্টের সিরিজ ছাড়াও তিনটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম কোহলি। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলে অজি সফরের প্রস্তুতি শুরু করবে শাস্ত্রী-কোহলি জুটি। ক্রিকইনফো