শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ১০ মাসে গ্রেফতার ১৮ হাজার

সুজন কৈরী : মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ১০ মাসে ১৭ হাজার ৭১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক মাদকদ্রব্য। এর মধ্যে গত ৬ মাসে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ হাজার ৭১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩১ কেজি ৪১৩ গ্রাম হেরোইন, ৮৫ লাখ ৬৬ হাজার ১২৮ পিস ইয়াবা, ১ লাখ ১৮ হাজার ১৫২ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ৫৯৭ কেজি ৪৪৩ গ্রাম গাঁজা, ৯ হাজার ৫ শ’ বোতল বিদেশি মদ, ১৭ লাখ ৫২ হাজার ৩৮৯ লিটার দেশি মদ, ৩৪ হাজার ৫৩২ ক্যান বিয়ার, ১৩ হাজার ২৩ পিস নেশা জাতীয় ইনজেকশন, ৭৫০ গ্রাম কোকেন, ৭ কেজি ২৫০ গ্রাম আফিম, ১০ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে গত ৩মে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর গত ৪মে থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে ৪ মে থেকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪ হাজার ৪০৪টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫৩২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ কেজি হেরোইন, ৬৩ লাখ ৯২ হাজার ১০৩ পিস ইয়াবা, ৬০ হাজার ৩৯২ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৭০১ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৬৯৬ বোতল বিদেশি মদ ও ১৫ লাখ ৯৬ হাজার ৮২৮ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৯৮ কোটি ১৫ লাখ টাকা।

এছাড়া ১হাজার ৩০৯টি মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ হাজার ৯৫০ জন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ৮ হাজার ৫৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ হাজার ৪১৪ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এ সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮৪ জন নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়