শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভার পাশেই মেয়র লিটনের অবস্থান

সাব্বির আহমেদ ও আফজাল হোসেন খান : রাজশাহী মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু দুপুর দুইটায়। জুম্মার দিন হওয়ায় জনসভায় নেতাকর্মীরা এখনও আসতে শুরু করেননি। সভাস্থলেও কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। মাদ্রাসা কেন্দ্রে চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। অন্যদিকে জনসভা মাঠের পাশেই অবস্থান নিয়েছেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার ঐক্যফ্রন্টের জনসভা উপলক্ষে রাজশাহী নগরীর জেলখানার মোড়ের মাদ্রাসা মাঠের পাশে দেখা মিলছে অসংখ্য বিএনপির ব্যানার ও ফ্যাস্টুন। অধিকাংশই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে। দলীয় নেতাকর্মীরা এখনও না আসলেও জানা গেছে তারা স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসভবনে ভবনে জড়ো হচ্ছেন।

এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজশাহী মেয়েরের নেতৃত্বে সমাবেশ মাঠের পাশের কয়েকটি স্থানে জড়ো হচ্ছেন। সভার পাশে চলছে র‍্যারের দফায় দফায় টহল। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই। সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকের অভিযোগ সভায় তাদের আসতে বাধা দেয়া হচ্ছে। রাজশাহী শহরের প্রবেশমুখে পুলিশ চৌকি বসিয়েছে। একত্রে জড়ো হয়ে আসতে দিচ্ছেন না। রাজশাহীর পাশের কয়েকটি জেলার থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে চাইলেও তাদের গাড়ি আটকিয়ে দেয়া হয়েছে। সভামঞ্চের পাশে পুলিশ ও র‍্যাবের একাধিক গাড়িসহ সাদা পোশাকে অনেক পুলিশের সদস্যকে দেখা যাচ্ছে।

জানা গেছে, মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলায় ১টার পর গণমাধ্যম ও দলীয় নেতাকর্মীদের জন্য মাঠের গেট খুলে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়