শিরোনাম
◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩ 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যান আরও দুজন।

নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। নিহত অপর দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিংসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদেরও মৃত্যু হয়।’ ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়