Skip to main content

তাফসিল ঘোষণায় আ.লীগের আনন্দ মিছিল

জিয়াউদ্দিন রাজু : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে নেমেছে আওয়ামী লীগ ও জাতীয় নেতাকর্মীরা।গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের ‘ধাঁয়াশা’ কেটে গেছে বলে মনে করছে আওয়ামী লীগ। তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ের বাইরে আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা ঢাক-ঢোল পিটিয়ে স্লোগানে স্লোগানে তফসিল ঘোষণাকে স্বাগত জানান। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে মিছিল করে। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট-মুক্তাঙ্গন-প্রেসক্লাব-তোপখানা রোড-পুরান পল্টন-বায়তুল মোকাররম হয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফিরে আসে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে পুরো এলাকায় মুখর হয়ে ওঠে। লালবাগ এলাকায় ঢাকা-৬ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হয়। মতিঝিল, সবুজবাগ-খিলগাঁও, গুলশান, মিরপুর ও ডেমরাসহ আওয়ামী লীগের আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। সম্পাদনায়: মাহবুব