Skip to main content

গণিতে অনুপস্থিত ৪৫ হাজার, ৩৩ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

তরিকুল ইসলাম সুমন : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার চতুর্থ দিনে প্রায় ৪৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়াও অসদুপায় অবলম্বন করায় ২৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদিন প্রথমবারের মতো দায়িত্বরত ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কন্ট্রোল রুম থেকে পাঠানো জেএসসি পরীক্ষার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। এদিন জেএসসির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৯২৪ জন। এরমধ্যে অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে ১৩ জন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৯৬ জন। এ বোর্ড একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। রাজশাহী বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৫০ জন। ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল অনুপস্থিত ছিল ৩ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। বহিষ্কার হয়েছে চারজন পরীক্ষার্থী। সিলেট আর অনুপস্থিত ছিল ৩ হাজার জন। বহিষ্কার নেই কেউ। দিনাজপুর অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৬৩ জন। বহিষ্কার নেই একজনও। কুমিল্লা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫৭৮ জন। এ বোর্ডে পরীক্ষার্থী একজনও বহিষ্কার না হলেও ৫ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। যশোর অনুপস্থিত ছিল ৫ হাজার ৩৮৪ জন। বহিষ্কার নেই কেউ।

অন্যান্য সংবাদ