Skip to main content

হয়রানি না করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ

আবুল বাশার নূরু : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিনা কারণে কাউকে হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার তফসিল ঘোষণার সময় তিনি এ নির্দেশনা দেন। সিইসি বলেন, ভোটার, রাজনৈতিক নেতা-কর্মী, প্রার্থীর সমর্থক ও এজেন্ট যেন বিনা কারণে হয়রানির শিকার না হন বা মামলা-মোকদ্দমার সম্মুখীন না হন তার নিশ্চয়তা প্রদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের ওপর বিশেষ নির্দেশ রইলো। সিইসি বলেন, দলমত নির্বিশেষে সকল সংখ্যালঘু, ক্ষুদ্র নৃ-গোষ্টী ও নারী-পুরুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ; ভোট শেষে নিজনিজ বাসস্থানে নিরাপদে অবস্থান এবং নির্বাচনি প্রচারণায় সকল প্রার্থী ও রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষে অভিন্ন আচরণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।