শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে র‌্যাব-পুলিশের মহড়া

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ই নভেম্বর) বিকেলেসারা দেশের নায় বাগেরহাটের র‌্যাব ও পুলিশ মহড়া দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল দেয়া হয়েছে। যা অব্যাহত আছে।

র‌্যাব-৬’র অধিনায়ক হাসান ইমন রাজীব জানান, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে কুচক্রিমহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।

মহড়ায় পুলিশ- র‌্যাবের শতাধিক মোটারসাইকেল, পিকআপ ভ্যান এবং র‌্যাবের গাড়িতে কয়েকশ সদস্য অংশ গ্রহণ করে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সারাদেশের নায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র‌্যাব-পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কুচক্রিমহল তৎপর হতে পারে। সে লক্ষ্যে পুলিশ-র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।এছাড়াও পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

এছাড়াও বাগেরহাট জেলার ৯ উপজেলা, ইউনিয়নে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদারের কাজ করছে র‌্যাব-পুলিশ।মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা জোড়দার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল দেয়া হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়