Skip to main content

নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নির্বাচনের তফশীল ঘোষণা হবার সাথে সাথে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার পক্ষে বিশাল আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ৭ টায় নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার সাথে সাথে আনন্দ মিছিলটি নৌকার পক্ষে  স্লোগান দিতে দিতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু। মিছিলে অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মিঠুন কুমার প্রমুখ।