Skip to main content

এক যুগের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে আইরিশ অর্থনীতি

নূর মাজিদ : ২০০৬ সালের পর সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে আয়ারল্যান্ডের অর্থনীতি। যা এক দশকের ভেতর দেশটির অর্থনীতির সবচাইতে ধারাবাহিক ও দ্রুত প্রবৃদ্ধির রেকর্ড। বিশেষ করে, ব্রেক্সিট পরবর্তী সময়ের কথা মাথায় রেখে ইউরোপের অনেক কো¤পানি আয়ারল্যান্ডে ব্যবসা স্থাপনে উদ্যোগী হচ্ছে। গুডবডি স্টক-ব্রোকার নামক একটি পুঁজিবাজার সংস্থা প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বৃহ¯পতিবার আইরিশ দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ এসব তথ্য জানায়। আইরিশ পুঁজিবাজারের শীর্ষস্থানীয় এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘চলতি বছর আইরিশ অর্থনীতিতে গড় দেশজ উতপাদনের-জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হবে। এছাড়াও, চলতি বছরের শেষে বেকারত্বের হার ৫ শতাংশ কমে আসবে।’ এই বিষয়ে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ডারমন্ট ও’ল্যারি বলেন, ‘বর্তমানে যে সঞ্চয়ের হার রয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আইরিশ নাগরিকেরা তাদের সঞ্চয়ের চাইতেও ব্যয় বেশি করছেন। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে গতিশীল হয়েছে এবং মানুষের মাঝে অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে আস্থা তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে।’ বেলফাস্ট টেলিগ্রাফ

অন্যান্য সংবাদ