Skip to main content

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক চলছে

শিমুল মাহমুদ: দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক বসেছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, তফসিল ঘোষনার পরবর্তি আন্দোলন কর্মসূচির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পা‌রে বলে জানা যায়। বৃহস্পতিবার (৮ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান,ব্যারিস্টার মওদুদ আহমেদ। এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারেস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ।