শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শাখাওয়াৎ হোসেন-আবদুল্লা আল মামুন

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) শাখাওয়াৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) মো:আবদুল্লাহ আল মামুন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট মন্ত্রনালয় থেকে ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো:শাখাওয়াৎ হোসেন ও মো:আবদুল্লাহ আল মামুন ২৫তম বিসিএসে উর্ত্তীণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার পদে যোগদানের পরে মো:শাখাওয়াৎ হোসেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি),রাজশাহী এবং গোপালগঞ্জে দায়িত্ব পালনের পরে দক্ষিন আফ্রিকার সুদানে মিশনে যান। গত ২০১৬ সালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো: আবদুল্লাহ আল মামুনের বাড়ি ঝালকাঠি জেলার নিজগালুয়া গ্রামে। তার বাবা অবসরপ্রপাপ্ত পুলিশ পরিদর্শক বীরমুক্তিযোদ্ধা মো:মনোয়ার হোসেন।

পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো: আবদুল্লাহ আল মামুন ২৫তম বিসিএসে উর্ত্তীণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। ঢাকা মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের উত্তর জোনসহ চট্টগ্রাম রেঞ্জের নোয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে কুমিল্লা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) দায়িত্ব পালন করেন।

আবদুল্লাহ আল মামুন সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, কমিউনিটি পুলিশিং কর্মকান্ড ও বার্ষিক পুলিশ সমাবেশে খেলাধুলা সংক্রান্ত প্রকাশনা সমূহ সম্পাদনা পর্ষদের একজন সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়