শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কারো জানা নেই: নজরুল

শিমুল মাহমুদ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কারো জানা নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে আবার জেলে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা তো জানতে পারলাম না যে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেই অসুস্থতা থেকে তিনি মুক্ত হয়েছেন কিনা। যে ডাক্তাররা আগে তাকে চিকিৎসা করেছিলেন, যাদেরকে আমরা খালেদা জিয়ার চিকিৎসার বোর্ডে রাখতে বলেছিলাম তারাও জানে না বেগম খালেদা জিয়ার এখন কি অবস্থা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, ৭১ বছর বয়সের অসুস্থ একজন মানুষ তাকে হাসপাতালে রাখলে সরকারের কি একটা সমস্যা হতো! কিন্তু না তাকে কারাগারে পাঠাতেই হবে। যেখানে একজন সুস্থ মানুষ থাকলে অসুস্থ হয়ে যায়, এমন কারাগারে তাকে রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে আবার জেলে নেওয়া হচ্ছে কিন্তু আমরা তো জানতে পারলাম না। যে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেই অসুস্থতা থেকে তিনি মুক্ত হয়েছেন কিনা। যে ডাক্তাররা বেগম খালেদা জিয়াকে আগে চিকিৎসা করিয়েছিলেন যাদেরকে আমরা খালেদা জিয়ার চিকিৎসার বোর্ডে রাখতে বলেছিলাম তারাও জানে না বেগম খালেদা জিয়ার এখন কি অবস্থা।

নজরুল ইসলাম খান ব‌লেন, দেশটা অনেক দিন থেকে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। নির্বাচনকে সামনে রেখে। যে সংলাপের আয়োজন করা হয়েছিল সেই সংলাপের মধ্য দিয়ে একটি সমাধান আসতো এবং দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করত জনগণের ভোটের মাধ্যমে একজন জনপ্রতিনিধি জাতীয় সংসদের সদস্য হতে পারতো। কিন্তু দুর্ভাগ্য যে সরকারের আত্মরক্ষার জিদের কারণে তা সম্ভব হলো না।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় আর সে পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার কাঁধে যুবকদের এই দায়িত্ব বেশি করে নিতে হবে। গণ অবস্থান করে এই অবস্থার পরিবর্তন করতে হবে।

মনে রাখবেন ২,৪ জন আন্দোলন করলে গ্রেফতার হবেন ১০,২০ জন আন্দোলন করলে গুলি করবে আর হাজার হাজার জন আন্দোলন করলে কিছুই করতে পারবে না। তাই আমাদের হাজার হাজার জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে। তাহলে দেশের অবস্থা পরিবর্তন হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জিনাফ সভাপতি লায়ন মোঃ আনোয়ার ,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়