শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে নাশকতা মামলায় বিএনপি সভাপতিসহ গ্রেফতার-৩

মোঃ জয়নুল আবেদীন, আমতলী (বরগুনা) : আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সহ-সভাপতি মোঃ মকবুল আহম্মেদ খান নাশকতা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিবকে একটি মারামারি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের পৌর শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন আমতলী উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী জামান রাকিবকে জামিন মঞ্জুর করে অন্যদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের ২০০ গজ উত্তরে তুলাতলা কালভার্টের নিকট থেকে গত ২০ সেপ্টেম্বর চারটি পেট্রোল বোমা, বিস্ফোরিত দু’টি ককটেল বোমা, একটি পেট্রোল বোমার সরঞ্জাম ও আটি বাঁধা ১০ পিস লাঠি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওইদিন রাতে আমতলী থানার এস আই মাসুদ হাওলাদার বাদী হয়ে যুবদল সভাপতি কবির ফকির, শ্রমিক দল সভাপতি সামসু চৌকিদার, ছাত্রদল সভাপতি আবু সাইদ জুবায়েরী, সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, সেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ তারিকুল ইসলাম টারজান, ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক হানিফ বয়াতির নাম উল্লেখ করে ৪৫-৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত সাত আসামী উচ্চ আদালতে জামিনে রয়েছে।

বুধবার গভীর রাতে ওই মামলায় অজ্ঞাতনামা আসামীদের মধ্যে আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির ও সহ-সভাপতি মোঃ মকবুল আহম্মেদ খান নাশকতা এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব নাশকতা মামলায় জামিনে থাকায় অন্য একটি মারামারি মামলায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন আমতলী উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী জামান রাকিবকে জামিন মঞ্জুর করে অন্যদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের স্ত্রী নাসিমা বেগম বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য সাজানো নাশকতা মামলায় আমার স্বামীসহ অন্যদের গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, নাশকতার মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সহ-সভাপতি মোঃ মকবুল আহম্মেদ খান এবং অন্য একটি মামলায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিবকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়