Skip to main content

যুক্তরাজ্যের স্পিকারের সাথে ড. শিরীন শারমিনের সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার যুক্তরাজ্যের হাউজ অব কমনসের স্পিকার মি. জন বারকাউ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ‘ওমেন এমপিস অব দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়েস্ট মিনিস্টার হলে পৌঁছালে হাউজ অব কমনসের স্পিকার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সকালে হাউজ অব কমনসের চেম্বার হলে ‘ওমেন এমপিস অব দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ‘ওমেন এমপিস অব দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন। বিকালে স্পিকার ‘এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড গার্ল’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করেন। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিট এ নৈশভোজে অংশগ্রহণ করেন।

অন্যান্য সংবাদ