Skip to main content

উত্তরার ডেন্টাল মেডিকেল কলেজের হোস্টেলে আগুন

সুজন কৈরী: রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের ছাত্র হোস্টেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উত্তরার ৯নম্বর সেক্টরের ৭/সি নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের ৬তলার ৬০৩নম্বর কক্ষে আগুন জ¦লতে দেখাযায়। পরে ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বই ও আসবাবপত্রসহ কিছু মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সময় কক্ষটি বন্ধ ছিল। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এছাড়া আশপাশের অনেক ভবনও আগুন থেকে রক্ষা পেয়েছে।

অন্যান্য সংবাদ