Skip to main content

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের শোডাউন

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : নেতা নয় নীতি চাই পীর সাহেব চরমোনাই এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতী. গাজী আলতাফুর রহমান এর নেতৃত্বে মোটোর সাইকেল শোডাউন হয়েছে। বুধবার বাদ মাগরিব মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালীর ফেরীঘাট থেকে প্রায় দুই শতাধিক মোটোর সাইকেল যোগে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় ও ইসলামী আন্দোলনের ফেস্টুন বিতরণ এবং হাতপাখার পক্ষে ভোট চান। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বঙ্গের সুফী সাধক মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহ:) এর মাজার জিয়ারত শেষে দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গনে এক পথ সভায় মিলিত হয়। মির্জাগঞ্জ ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. মোঃ জহিরুল ইসলামরে সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতী গাজী আলতাফুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দুর্নীতি ও সুদ মুক্ত দেশ গড়তে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দিন। এছাড়ও বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাও. আলতাফ সিকদার, সহ- সভাপতি শফিক সিকদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. শহিদুল ইসলাম, পশ্চিম সুবিদখালী কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাও. মোশারাফ হোসেন নিজামী, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. আর.আই.এম অহিদুজ্জামান, সহ-সভাপতি মাও. সরোয়ার, জেলা শ্রমীক আন্দোলনের সভাপতি মাও. মোস্তাফিজুর রহমান ও মির্জাগঞ্জ যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ওদুদ গোলদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্য সংবাদ