Skip to main content

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধে  দুদকের চিঠি

তরিকুল ইসলাম সুমন : এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ সই করা চিঠিতে এ অনুরোধ করা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/(ভোকেশনাল)/দাখিল পরীক্ষা, ২০১৯-এর ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে-আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণের জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় দুর্নীতিপরায়ণ শিক্ষক সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করছে। দুদকের অভিযোগ কেন্দ্রে ও ইমেইলে প্রতিদিন অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি শিক্ষা দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক। এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় সে বিষয়টির ব্যাপারে কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।

অন্যান্য সংবাদ