Skip to main content

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের বিশেষ দূত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের বিশেষ দূত
তরিকুল ইসলাম : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগামীকাল (শুক্রবার) কক্সবাজার যাচ্ছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার। পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসা এ বিশেষ দূত পুরোটা সময়ই সেখানে কাটাবেন। রোহিঙ্গাদের বিভিন্ন ব্লক ঘুরে দেখাসহ তাদের সাথে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মূলত বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত হওয়ার পরেই পর্যবেক্ষণ করতে আসছেন জাতিসংঘের এই বিশেষ দূত। আগামী ১৫ নভেম্বর থেকে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। তার আগেই এখানের রোহিঙ্গা পরিস্থিতি দেখতে চায় জাতিসংঘ। গত জুলাইতে সর্বশেষ ঢাকা সফরকারী বার্গনারের এবারের বাংলাদেশ সফরের মূল ফোকাস হচ্ছে কক্সবাজার। আগামী ১১ই নভেম্বর পর্যন্ত তিনি রোহিঙ্গা শিবিরে কাটাবেন। মূলত তিনি প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের প্রস্তুতি সরজমিন দেখবেন এবং এ নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ তুলে ধরবেন।