Skip to main content

মানুষের সেবার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ : জিএম কাদের

মো.ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার এন্ড সেনিটেশন নিয়ে কাজ করবে জাতীয় পার্টি। বিশুদ্ধ পানি, স্বাস্থ্য-সম্মত পায়খানা ব্যবহার এবং নিরাপদ খাবার গ্রহণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির বনানী অফিসে দেশের কয়েকটি উন্নয়ণ সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠককালে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টির আগামী দিনের রাজনীতিতে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুসেইন মুহম্মদ এরশাদ ন’বছরের দেশ পরিচালনায় স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন। আমরা চাই প্রতিটি মানুষের রোগমুক্ত স্বাস্থ্য সম্মত সমাজ নিশ্চিত করতে, আর আগামী প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে। একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ওয়াটার এন্ড স্যানিটেশন নিয়ে কাজ করে এমন কয়েকটি সংগঠন জিএম কাদেরের সাথে বৈঠক করেন। এসময় তারা নির্বাচনী ইসতেহারেও অন্তর্ভূক্ত করতে ৪ দফা প্রস্তাবনা পেশ করেন, এবং তা জিএম কাদের গুরুত্বের সাথে তাদের প্রস্তাবনা গ্রহণ করেন। এসময় ‘ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল’র ন্যাশনাল কো-অর্ডিনেটর শাহ মোঃ আনোয়ার কামাল, ব্র্যাক এর ওয়াস প্রকল্পের কর্মসূচি প্রধান মোক্তাদির কবির, ভিইআরসি এর পরিচালক মোঃ মাসুদ হাসান, ডিএসকে এর উর্ধতন কর্মকর্তা সানজিদা জাহান, ওয়াটার ডট ওয়ারজি’র রিয়াজ উদ্দিন, ওয়াটার এইড এর মন্দিরা গুপ্ত নিয়োগী, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, পার্টির দপ্তর সম্পাদ এমএ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।