Skip to main content

পুলিশি বাধায় পণ্ড বিএনপির আলোচনা সভা, গ্রেফতার ৩০

শিমুল মাহমুদ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত আলোচনা সভা পুলিশি বাধায় পণ্ড। একেই সঙ্গে ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের পূর্বঘোষিত আলোচনা সভা হওয়ার কথা থাকলে পুলিশ মাইক নিয়ে যায়। এসময় আমাদের কেন্দ্রীয় নেতা জি এস বাবুল সহ-অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। যার কারনে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।

অন্যান্য সংবাদ