Skip to main content

তুরস্কের প্রথম রূপান্তরিত নারী আইনজীবী হলেন ইফরুজ

স্মৃতি খানম: তুরস্কে প্রথমবারের মতো কোন রূপান্তরিত নারী আইনজীবী হওয়ার খবরে দেশটিতে আলোচনা জন্ম নিয়েছে। অনেকসময় তৃতীয় লিঙ্গের মানুষদেরও পরিচয় গোপন নতুবা পড়াশোনা বাদ দিতে দেখা যায়। এ প্রসঙ্গে ইফরুজ জানান, ‘ইস্তাম্বুলের ইউনিভার্সিটি অব ল স্কুলে ৬ হাজার শিক্ষার্থীর মধ্যে আমিই একমাত্র যে প্রকাশ্যে রূপান্তরিত নারী হিসেবে পরিচিত।’ ইফরুজকে বেড়ে উঠতে হয়েছে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে। ৫ বছর বয়সে তার বাবা-মা একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যান। তার ভিন্ন ধরণের পোশাক আর খেলনা পছন্দের কারণে তার কোনও একটি সমস্যা আছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়। পরবর্তীতে, তার বেশিরভাগ সময় বাবা ও তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বলেন চিকিৎসকরা। তাকে ফুটবল খেলা দেখতে নিয়ে যাওয়া হত। অর্থাৎ, তাকে একজন পুরুষ হিসেবেই বড় করার সব চেষ্টা চলছিল । এরপর, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইফরুজের তৃতীয় লিঙ্গের পরিচয় বেরিয়ে আসে। তৃতীয় লিঙ্গের মানুষেরা সবরকম কাজের সুযোগ পান না এবং তিনিও পাননি। ইমরুজ বলেন, ‘মানুষ আমাকে বুঝিতে দিত আমি তাদের এই সমাজে কাম্য না। তবে আমি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনটিকে কল্পনা করে বিশেষভাবে অনুপ্রাণিত হই।’ তিনি বলেন, ‘সব শিক্ষাথীর পাশাপাশি আমিও দেখিয়ে দিতে চাই রূপান্তরিত একজন নারী প্রকাশ্যে মঞ্চে তার সনদ নিচ্ছে। এরপর আমি আদালতে প্রবেশ করতে চাই এজন রূপাস্তরিত নারী হিসেবেই। পাশাপাশি, আমার কাছে আসা মামলাগুলো নিয়ে আমি কাজ করতে চাই আমার নিজের পরিচয়েই।’ বিবিসি বাংলা