Skip to main content

সংলাপের সফলতা-ব্যর্থতার প্রভাব অর্থনীতিতে পড়বে না : আনু মুহাম্মদ

তানজিনা তানিন : ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের সংলাপ সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক। সংলাপের সফলতা বা ব্যর্থতার প্রভাব রাজনৈতিক অঙ্গনে পড়লেও অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় দুর্নীতির কারণে। তিনি বলেন, অর্থপাচার, অর্থচুরি, একচেটিয়া ব্যবসা অর্থনীতিকে অচল করে দিচ্ছে। এ নিয়ে উপরের মহলের কোনো মাথা ব্যথা নেই। সবখাতে দুর্নীতির পদচারণা অর্থনীতির ভিত্তি নষ্ট করে দিচ্ছে। নতুন কোনো অবরোধ, হরতাল অর্থনীতির উপরিকাঠামোতে সাময়িক যে আঘাত হানবে, সে ক্ষতি পূরণীয়। কিন্তু গোড়া নড়বড়ে হয়ে গেলে টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। যে দুই পক্ষের মধ্যে সংলাপ হচ্ছে, অর্থনীতি সম্পর্কে তাদের নীতি ও ধরণা এক। তবে সংলাপ ব্যর্থ হলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। নিরাপত্তা ও শান্তিতে বসবাস প্রশ্নের সম্মুখীন হবে। এতে অর্থনীতি সরাসরি কোনো ক্ষতির সম্মুখীন হবে বলে অধ্যাপক আনু মুহাম্মদ মনে করেন না।

অন্যান্য সংবাদ